খবরবিনোদন জগৎ

জয়ার যে ছবি ইন্টারনেটে ভাইরাল!

অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে যেন কৌতুহলের শেষ নেই। তবে সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে জয়ার বেশ কিছু ছবি।

মূলত জয়ার অভিনীত প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে ঠিক কবে মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্রটি?

নির্দিষ্ট কোনো উত্তর এর জানা নেই কারও। এমনকি মুখ খুলছেন না নির্মাতা মাহমুদ দিদার এবং সহ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। বরং এই সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজ হতে উলটো প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো সিনেমা ভক্তদের।

আরও পড়ুন: পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় বাবাকে খু’ন!

তারা প্রশ্ন করছেন, ‘বিউটি সার্কাস’ কবে? এমনই প্রশ্ন সম্বলিত একটি প্রোমোশনাল ভিডিয়ো প্রকাশিত হয়েছে চ্যানেল আই, বিউটি সার্কাস ও চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ফেসবুক পেজে।

আর এই ‘বিউটি সার্কাস’ নিয়ে নানা প্রশ্নের মধ্যে জয়া হাজির হয়েছেন নতুন লুকে। তার নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি আপলোড করেন। যা ইতোমধ্যে বেশ ভাইরাল হয়েছে। জিতেছে জয়া ভক্তদের মন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।