খবরজাতীয়শিক্ষাসন্দেশ

ঝালকাঠিতে চার শিক্ষার্থীকে মেরে আহত করলেন শিক্ষক!

ঝালকাঠিতে চার শিক্ষার্থীকে এলোপাথাড়ি বেত্রাঘাতের মাধ্যমে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ঐ শিক্ষকের নাম বায়জিদ হাওলাদার। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। 

আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা হলো রিয়াদ হোসেন, রাফিউল ইসলাম তামিম, মো. সাইফুল ও মো. তাসিম। 

শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জানায়, গত বুধবার স্কুল ছুটির পর শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বিদ্যালয়ের মাঠে ছোটাছুটি করছিল ওই চার শিক্ষার্থী। এমন সময় সহকারী শিক্ষক বায়জিদ হাওলাদার তাদের ডেকে পাঠান। মাঠে ছোটাছুটির কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক বেত দিয়ে চার শিশুশিক্ষার্থীকে বেধড়ক পেটান। এতে বাহু ও পিঠের বিভিন্ন স্থানে জখম হয় ওই শিক্ষার্থীদের। পরে তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন# দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নি’হত!

বিষয়টি জানাজানির পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিতেও রাজি হননি। ওই শিক্ষক এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের শাসনের নামে বেধড়ক মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের মারধরের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষক বায়জিদ হাওলাদার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।

অপরদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলায়েত হেসেন জানিয়েছেন, এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানো করা হয়েছে।

ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান খান বলেন, অভিযোগ পেলে ওই অভিযুক্ত শিক্ষকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।