খবরবিনোদন জগৎ

টাইটানিক খ্যাত নায়িকা কেট পা পিছলে আহত!

টাইটানিক খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট শুটিংয় চলাকালীন সময়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালীন এই দুর্ঘটনায় তিনি পায়ে আঘাত পান বলে জানা গেছে। তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা ‘লি’র শুটিং করার জন্য সেখানে অবস্থান করছিলেন। সেখানে তিনি এই দুর্ঘটনার মুখে পড়েন। কেটের পক্ষ থেকে তার এক প্রতিনিধি জানিয়েছেন, কেটের অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো এবং জলদীই তিনি শুটিংয়ে অংশে নেবেন আবারও।

আরও পড়ুন# পোশাক বিতর্কে ট্রলের শিকার উরফি জাভেদ!

ওই চলচ্চিত্র সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘কেট পা পিছলে পড়ে গিয়েছিল এবং তাকে সাথে সাথেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং সব ঠিক থাকলে এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন আবারও।’

এই ফিচার ফিল্মটিতে কেট উইন্সলেট লি মিলারের ভূমিকায় অভিনয় করছেন। যিনি একজন মডেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন ভোগ সাময়িকীর মডেল থেকে তিনি ফটোগ্রাফার হয়ে ওঠে। মিলার এই ছবির মাধ্যমে নাৎসিদের বন্দিশিবিরে সংঘটিত নির্মম সহিংসতাকে তুলে ধরেছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।