জাতীয়সন্দেশ

টাঙ্গাইলে ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেত্রীকে আটক!

সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুরে সোনিয়া আক্তার নামের এক মহিলা আওয়ামী লীগের নেত্রীকে ছয় বোতল ফেনসিডিলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ওই আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তারকে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং এই সময় অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় তার স্বামী সাবেক যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক।

এই বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সোনিয়া আক্তার নামক এই আওয়ামী লীগ নেত্রী বহুদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে সোনিয়ার বাড়িতে অভিযান চালান এবং এই সময় সোনিয়ার কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে সোনিয়ার স্বামী রাজ্জাক অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে গেছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটক সোনিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি জানান, তিনি মাদকসহ সোনিয়া আক্তার আটক হওয়ার কথা শুনেছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।