
টাঙ্গাইলের বঙ্গবন্ধু মহাসড়কে পরস্পর বিপরীত দিক থেকে ধেয়ে আসা বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নি’হ’ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আ’হ’ত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ছয়জন নি’হ’ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নি’হ’ত ব্যক্তিদের তিনজন মাইক্রোবাসের ও তিনজন বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।’
আরও পড়ুন: মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার: এম এ মান্নান
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে বারোটার দিকে টাঙ্গাইলের দিক থেকে আসা একটি মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে দুইটি গাড়ির ছয়জনের মৃ’ত্যু হয়। আরও বেশ কয়েকজন আ’হ’ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ওসি শফিকুল ইসলাম বলেন, ‘আ’হত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আ’হতের সংখ্যা তিনি জানাতে পারেননি। নি’হ’ত ব্যক্তিদের লা’শ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’