জাতীয়সন্দেশ

টাঙ্গাই‌লে রাইস মিলের ছাদ ভেঙে মারা গেলেন ৩ শ্রমিক!

টাঙ্গাইলের গোপালপু‌রের একতা রাইস মিলের ছাদ ভে‌ঙে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নি’হ’ত শ্রমিকরা হলেন— কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। তারা তিনজনই একতা রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

জানা যায়, রবিবার (৪সে‌প্টেম্বর) আনুমানিক রা‌ত ১০টার দি‌কে এই ঘটনা ঘটে। রাইস মিলটি গোপালপুরের ডুবাইলে অবস্থিত। এখনও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন। তাদের ধারণা, আরও বাড়তে পারে নি’হতের সংখ্যা।

এ ঘটনায় গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন বলেন, গোপালপুরের একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে প‌ড়ে তিনজ‌ন শ্রমিক মারা যায়। ওই সময় মূলত ১ হাজার মন ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। এখন অবধি ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আরও মরদেহ রয়েছে। এখনও বহাল রয়েছে উদ্ধারের কাজ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।