টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নি’হত!

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের বিখ্যাত টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রী। মুম্বাই পুলিশের বরাত দিয়ে জানা যায়, আজ রবিবার (৪ সেপ্টেম্বর) রবিবার দুপুরে সাইরাস আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে তার ব্যক্তিগত মার্সিডিজ বেঞ্জ গাড়িতে করে ফিরছিলেন।
মহারাষ্ট্রের পালঘরের কাছে গাড়িটি সোয়া তিনটার দিকে সর্যু নদীর সেতুর উপরে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইরাস। পুলিশের দাবী এটি একটি সাধারণ দুর্ঘটনা। ঘটনার সময় সাইরাসের গাড়িতে আরও দু’জন অবস্থান করছিলেন। তাদেরকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন# মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ!
২০০৬ সালে টাটা গ্রুপ এন্ড সন্স বোর্ড থেকে সাইরাস মিস্ত্রীর বাবা পালোনজি মিস্ত্রী অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছয় বছর পর ২০১২ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরপরই সেই পদে আসীন হন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গ্রুপের প্রতিনিধি ছিলেন।
টাটা গ্রুপ এন্ড সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তার হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে টাটা গ্রুপের দায়িত্ব দেয়।
উল্লেখ্য, চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে গেলেও টাটা গ্রুপে তার যথেষ্টই প্রভাব ছিল। তার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে টাটা গ্রুপ।