
টানটান উত্তেজনায় ভরা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে স্বাগতিক ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের কাছে ৪ উইকেটে হেরেছিল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রোহিতরা জিতেছে ৬ উইকেটে।
বৃষ্টির কারণে বিলম্বিত খেলায় ভেজা উইকেটের কারণে দুদলের মধ্যকার দ্বিতীয় ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল মাত্র ৮ ওভারে। সংক্ষিপ্ত এই ম্যাচের শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৯০ রান করে অস্ট্রেলিয়া। দারুণ বিধ্বংসী ইনিংস খেলেছেন ফিঞ্চ এবং ওয়েড। ১৫ বলে ৩১ রান করেন ফিঞ্চ, অন্যদিকে ওয়েড ২০ বলে করেন ৪৩ রান। প্রথম ম্যাচেও ২১ বলে ৪৫ রানের ইনিংস খেলে তিনি দলকে জিতিয়েছিলেন। ভারতের হয়ে ২টি উইকেট নেন আকসার প্যাটেল।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমনের খেলা দেখতে এসে টিনের চাল ভেঙে আহত ২০ জন!
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ঝড় তোলেন অজি বোলারদের ওপর। ২০ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। তবে ম্যাচের জয়সূচক রানটি আসে দিনেশ কার্তিকের ব্যাট থেকে। শেষে ২ বলে ১০ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। অজিদের হয়ে ৩ উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা।