
বাংলাদেশ দলের সাথে আরব আমিরাতে যাননি সাকিব আল হাসান, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ারের হয়ে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তবে সেখানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাট হাতে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ম্যাচগুলোতে জয় পেয়েছে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়ার।
তবে ব্যাটিংয়ে বাজেভাবে আউট হলেও, বোলিংয়ে দুই ম্যাচেই উইকেট পেয়েছেন সাকিব। প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে এক উইকেট পেয়েছিলেন সাকিব। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে বোলিং আরও ভালো করেছেন সাকিব। ৩৩ রানে ২ উইকেট নিয়ে দলে সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। কিন্তু ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই দেয়ালের বলে বোল্ড হন সাকিব। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল্ডেন ডাকে আউট হলেন তিনি।
আরও পড়ুন: আগামী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ইংল্যান্ডে!
এদিকে নিজেদের ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল গায়ানা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রতিপক্ষ সেইন্ট লুসিয়া।
জবাবে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রানের ঝড় তোলেন গুরবাজ। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার চন্দরপল হেমরাজ। অষ্টম ওভারে ২০ বল থেকে ২৯ রান করে ফেরত যান হেমরাজ। পরের ওভারে প্যাভিলিয়নের পথে হাঁটেন গুরবাজও। তার ব্যাট থেকে আসে ২৬ বলে ৫২ রান। এরপর চতুর্থ ব্যাটার হিসেবে নেমে মার্ক দেয়ালের প্রথম বলেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন সাকিব।
পরে অবশ্য হেটমায়ার, শাই হোপদের ব্যাটিংয়ে ম্যাচটি জিতে গায়ানা। ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ হন হোপ।