ক্রিকেটখেলাধুলা

টি-টেন লিগে নাম লেখালেন মুস্তাফিজ!

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসলে আগেই নাম লিখিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল।এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ।

টি-টেন লিগের ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থ চামিরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬-এর ড্রাফটে রয়েছেন!’

আরও পড়ুন: টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টেন লিগে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। দলটির আইকন খেলোয়াড় এবং অধিনায়কও তিনি। এ ব্যাপারে সাকিব নিজের উচ্ছ্বাস জানিয়ে লেখেন, ‘আগামী মৌসুমে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এমন একটা দলের হয়ে খেলা সব সময় দারুণ অনুভূতি। এখন নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবারের আগেও টুর্নামেন্টটির উদ্বোধনী আসরে অংশ নিয়েছিলেন। ২০১৭ সালে শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাখতুনসের হয়ে খেলেছিলেন তিনি। তবে দল পেলে এবারই প্রথম খেলা হবে মুস্তাফিজের। এর আগের আসরে ড্রাফটে নাম থাকলেও ব্যস্ত সূচির কারণে দল পাননি এই পেসার।

টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।