খবরবিনোদন জগৎ

ট্রেলারে পূজা চেরীর নগ্ন অবয়ব, বিতর্ক এড়াতে কী বললেন নির্মাতা!

ট্রেলারে দেখা যাচ্ছে পুজা চেরীর নগ্ন অবয়বের দৃশ্য, আর তার ছবি আঁকছেন এবিএম সুমন। প্রচার হতেই বিতর্কের ঝড় উঠেছে।

খ্যাতিমান লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে ‘হৃদিতা’ সিনেমাটি। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী ও এবিএম সুমন। গেল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রকাড করা হয়েছিলো এর ট্রেলার। কিন্তু প্রকাশের পরপরই ট্রেলারের একটি দৃশ্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ট্রেলারে দেখা যায়, নগ্ন হয়ে বসে আছেন পূজা, আর তার ছবি আঁকছেন এবিএম সুমন। ছবিতে পূজা চেরীর নগ্ন অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। যেটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বিতর্কের ঢেউ। সমালোচনা হচ্ছে ‘টাইটানিক’ ছবির জ্যাক ও রোজের আলোচিত দৃশ্যটারই নাকি নকল এটি! তবে বিতর্ক শুরু হতেই দৃশ্যটি ট্রেলার থেকে সরিয়ে ফেলেছে তারা। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সিনেমার নির্মাতা ইস্পাহানির সরল বক্তব্য, ‘বিতর্ক এড়াতেই দৃশ্যটি সরিয়ে ফেলেছেন। মাত্র দুই ফ্রেমের একটি শট যদি মানুষের খারাপ লাগে, তাহলে সরিয়েই ফেললাম! এটা তেমন বড় বিষয় না।’

আরও পড়ুন# রাজা চার্লসের স্ত্রী ক্যামিলার রূপের রহস্য, কী ব্যবহার করেন রানি?

সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা বিতর্কের সূত্রধরে এই নির্মাতার বলেন, ‘যারা নেগেটিভ কথাবার্তা বলে, তারা কি তাদের সমান যোগ্যতার কেউ? এবিএম সুমন আঁকতে পারে, তার আঁকার বিষয়বস্তু তার পছন্দমতো যা কিছু হতেই পারে। আসলে কিছু মানুষ আছে, যাদেরকে সিনেমার প্রচারের জন্য টাকা দিতে হয়। এখন আমি তো এদের কারও কাছেও যাইনি। নিজেরটা নিজেই প্রচার করব। সিনেমা থেকে তো পয়সা আসে না, তাহলে খরচ কোথা থেকে করব?’

বেশ কিছুদিন আগেই ‘হৃদিতা’ সিনেমাটি বিনাকর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে বলেও জানালেন এই নির্মাতা। তিনি বলেন, ‘যদি আপত্তিকর কিছু থাকতো, তাহলে তো ছাড়পত্র পেতো না। একটা লোক ছবি আঁকছে, এতে খারাপ কী আছে বুঝতে পারলাম না।’

প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হৃদিতা’ সিনেমাটি। ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে সিনেমাটির একটি গান। সেদিন আনুষ্ঠানিকভাবে এই সিনেমা নিয়ে কথা বলবেন নির্মাতা-শিল্পীরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।