টয়লেটের মেঝেতে পড়ে আছে বিশাল এক থালাভর্তি ভাত। সেখান থেকেই খাবার নিয়ে খাচ্ছেন একদল মেয়ে। এমনই এক কাণ্ড ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর স্টেডিয়ামে। যাদের সাথে এই ঘটনা তারা অনূর্ধ্ব-১৭ কাবাডি দলের সদস্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খেলোয়াড়দের মেঝেতে খাবার দেওয়ার এক ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যায়, স্টেডিয়ামের টয়লেটের ভেতরে একটি দরজার সামনে বড়ো থালায় ভাত রাখা হয়েছে। সেখান থেকে ভাত নিয়ে খাচ্ছেন খেলোয়াড়রা। এ ভিডিও ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কতৃপক্ষ।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল!
নাম প্রকাশে অনিচ্ছুক এক জুনিয়র খেলোয়াড় অভিযোগ করেন, সাহারানপুর জেলায় তিন দিনের রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ মেয়েদের কাবাডি টুর্নামেন্টে অংশ নিচ্ছে এমন প্রায় ২০০ খেলোয়াড়কে সেই টয়লেটের মেঝেতে পড়ে থাকা ভাতই পরিবেশন করা হয়েছে।
এই ঘটনায় প্রথমে রাঁধুনিদের তিরস্কার করলেও পরে সেই অভিযোগও উড়িয়ে দেন সাহারানপুরের ক্রীড়া কর্মকর্তা অনিমেষ সাক্সেনা। এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এই কর্মকর্তা।
ভিডিয়োতে আরও দেখা যায়, ভাতের প্লেটের পাশে মেঝেতেই এক টুকরা বড়ো কাগজে আরও কিছু খাবার রয়েছে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়াতে দায়িত্বরতদের ওপর ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন নেটিজেনরা।