জাতীয়সন্দেশস্বাস্থ্যস্বাস্থ্য ও লাইফস্টাইল

ডা. সেব্রিনা ফ্লোরা আগের চেয়ে সুস্থ হয়ে ওঠছেন!

সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ডাক্তাররা জানিয়েছেন- তার হার্ট, কিডনি, ফুসফুস আগের তুলনায় ভালো আছে এবং তিনি এখনো ভেন্টিলেশনেই আছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি বলেন— তার প্রতিদিনই সেব্রিনার স্বামীর সাথে যোগাযোগ হয়। আজ সেব্রিনার ছেলের সাথে কথা হয়। সে জানিয়েছে, ডা. সেব্রিনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সিপিআর কমে ৯১.৯ হয়েছে। তবে সেব্রিনা এখনো জ্বরে ভুগছেন। এই বিষয়ে সার্জনরা বলেন, জ্বর পুরোপুরি কমবে না, কেন না সেব্রিনার ভেতর এখনো মৃত টিস্যু আছে। গতকাল তার দুইটি ল্যাপারোস্কপিক সার্জারিও হয়েছে। এখন তার কিডনি কাজ করছে, হার্ট ও ফুসফুস ভালো আছে। তবে এখনো তিনি ভেন্টিলেশনে রয়েছে।

আরও পড়ুন# যেসব খাবার হ্যাপি হরমোন বাড়ায়!

উল্লেখ্য, রোগতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি কোভিড মহামারি শুরুর দিকে নিয়মিত ব্রিফিংয়ে এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়েছেন। এই জন্য তিনি সারাদেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন৷ এ সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

আর গত জুলাই মাসে সেব্রিনার শারীরিক অসুস্থতা ধরা পড়ে এবং তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় অগাস্টের মাঝামাঝিতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।