ডিমের দাম দ্রুতই কমবে: কৃষিমন্ত্রী

বাজারে বেড়েছে আবার ডিমের দাম। বড়ো বাজারে পোলট্রি মুরগির ডিমের দাম চলছে হালি প্রতি ৪৫ টাকা এবং খুচরা দোকানে প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিমের দাম বৃদ্ধির এই সময় কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দাম শিগগিরই কমে আসবে।
কৃষিমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমাদের অবস্থান ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গত রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে আদর্শ প্রাণিসেবা লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন# বাড়তি খরচে মানুষের এখন টিকে থাকাই দায়!
গত মাসে ডিমের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সরকার খামারমালিক ও ব্যবসায়ীদের সাথে এক বৈঠক করেছিল। সেই বৈঠকের পর ডিমের দাম দ্রুত কমে গিয়েছিল। অবশ্য আগের দামে পৌঁছায়নি। প্রতি হালি ডিম বাজারে ৩২ থেকে ৩৬ টাকা ছিল।
কৃষিমন্ত্রী ডিমের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করেন এবং আশ্বস্ত করেন ডিমের দাম খুব দ্রুতই কমবে।