
কোচের দায়িত্ব নিয়ে গত বছরের নভেম্বরে নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে এসেছেন জাভি হার্নান্দেজ। ফিরে এসে ড্রেসিং রুম কন্ট্রোল করতে তিনি বেশ কিছু কড়া নিয়ম বেঁধে দিয়েছিলেন খেলোয়াড়দের জন্য। যেগুলো কঠোরভাবে অনুসরণ করতে হয় তাদের।
এই নিয়মের মধ্যে ছিল অনুশীলন ও খেলার দিনে ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রেই খেলোয়াড়দের খাবার খাওয়া থেকে শুরু করে সেশনের জন্য দেরিতে উপস্থিত হওয়ার জন্য জরিমানা আরোপ করা ইত্যাদি। এসব বেশ পুরনো খবর।
নতুন খবর হচ্ছে, ৪২ বছর বয়সী এই ক্লাব কিংবদন্তি এবার আরও কিছু নিয়ম চালু করেছেন খেলোয়াড়দের জন্য। যেমন ক্লাবের অনুমতি ছাড়া ট্রেনিং, প্রি-ম্যাচ মিটিং এসবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। দলের কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়া ব্যবহার না করারও নির্দেশ দিয়েছেন জাভি হার্নান্দেজ।
আরও পড়ুন# স্পেনের নাগরিকত্ব পেলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র!
এছাড়াও, খেলোয়াড়দের এমন কোনো ছবি বা মতামত পোস্ট করতে নিষেধ করা হয়েছে যা ক্লাব, স্টাফ বা দলের সদস্যদের ব্যাপারে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে।
কোন খেলোয়াড় ক্লাব-সম্পর্কিত বিজ্ঞাপন বা প্রচারমূলক কর্মকাণ্ডে অংশ নিতে অস্বীকার করলে তাদের সাপ্তাহিক বেতনের ১০ শতাংশ কেটে রাখা হবে। তবে এর আগে তাদেরকে দুইবার সতর্ক করা হবে।
এই তিন নিয়মের বাইরে শারীরিক সুস্থতা রক্ষায় খেলোয়াড়দের বাইকে চড়া, স্কিইং, পর্বতারোহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ক্লাবে ফেরার পর থেকেই জাভি হার্নান্দেজ চেষ্টা করে যাচ্ছেন ক্লাবের পুরোনো সফলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এখনো পর্যন্ত বেশ সফলতার সাথেই কাজ করে যাচ্ছেন এই ক্লাব কিংবদন্তি।