জাতীয়সন্দেশ

ঢাকায় ২৯ ছিনতাইকারী গ্রেফতার!

ঢাকায় ২৯ ছিনতাইকারী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

গতকাল (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার থেকে চলমান টানা অভিযানে তাদের গ্রেফতার করে র‍্যাব ৩ এর একটি বিশেষ ইউনিট।

এদিকে ২৯ ছিনতাইকারী গ্রেফতারের ঘটনায় র‍্যাব জানায়, রাজধানীর কমলাপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধাওয়া করা হয়। পরে মো. আরিফ হোসেন (২৯) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা যেমন, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও থানাধীন এলাকায় ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. ইসলাম (২২), মো. বাবু (২৭), মো. টিটু (২০), মো. শরিফ (২১), মো. নুরে আলম (২২), মো. মুরাদীল মুস্তাকিম ওরফে মুরাদ (১৯), মো. জালাল (১৯), হৃদয় (১৮), মো. হোসেন ওরফে মোটু (১৯), মো. জয় (১৯), মো. সুমন (২১), মো. ইয়াছিন রাব্বি (২০), টিটু (৪০), মো. পরান (২৬), রাসেল (২২), মো. জীবন সরদার (২১), মো. শুক্কুর (২০), মো. সাগর হোসেন (২২), মাসুম খান (১৯),  মিহির তালুকদার (২১), মো. হোসেন (২২), মো. ফারুক (২৮), মো. মেহেদী হাসান রানা (২৪), মো. সুজন (২২), মো. জুলহাস (৩০), মো. কবির হোসেন (২২), মো. দেওয়ান আলী (২৫), মো. তৌহিদ হাওলাদার (২২)।

আরও পড়ুন# ঢাকার বাতাসে বেড়েছে দূষণ!

এসময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল হ্যান্ডসেট, ৭টি সুইচ গিয়ার, ২টি এন্টি-কাটার, ৬টি ব্লেড, ১টি কাঁচি, চাকু, ক্ষুর, অজ্ঞান করার মলমের কৌটা, সোনার চেইন এবং নগদ ৩২৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‍্যাব-৩ এ কর্মরত সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমকে জানান, রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী সদস্যরা ঘোরাফেরা করতে থাকে। তারপর যাত্রীদের টার্গেট করে কখনও তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে, কখনও বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এভাবে সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়।

ছিনতাইকারীদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।