ক্যাম্পাসজাতীয়শিক্ষাসন্দেশ

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস!

ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের ধাওয়া পালটা ধাওয়া চলতে থাকে। বিস্ফোরণ ঘটানো হয় বেশ কয়েকটি ককটেল।

আজ শনিবার (৩ জুলাই) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের সাউথ ব্লকের ছাত্রলীগ কর্মী আমিন শিকদারকে রাত সাড়ে ৮টার দিকে  ক্যাম্পাসের নর্থ ব্লকের শিক্ষার্থীরা মারধর করে। পরে এ খবর ছড়িয়ে পড়লে সাউথ ব্লকের ছাত্ররা নর্থ ব্লকের ছাত্রদের প্রতিরোধ করে। পরে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, হকিস্টিক, রড, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় দশটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুন# সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নি’হত!

এর আগে গত বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থিত ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে টাকা পরিশোধ না করা ও ক্যান্টিন ম্যানেজার কর্তৃক টাকা চাওয়ার পর উল্টো তাকেই মারধর করে ক্যান্টিনে তালা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের আক্রমণের শিকার হন কলেজ ছাত্রলীগ কর্মী শাহারিয়া হাসান জিয়ন। তাকে মারধরও করে সাধারণ শিক্ষার্থীরা

তিনি ঢাকা কলেজের ২০১৬-১৭ সেশন ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী৷ এ ঘটনার জেরে আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।