
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (৪ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন# সশরীরে ক্লাস নেওয়া বন্ধ করল বুয়েট!
জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আরও পড়ুন# রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
গত ১০ ই জুন (শুক্রবার) ঢাবিতে ২১-২২ শিক্ষাবর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭১২ জন (আসনপ্রতি প্রার্থী ৬২ জন) পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুন# আবুল মনসুর আহমেদ, জীবনী ও সাহিত্য ভাবনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ ও ঘ ইউনিটে এবার মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল। দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পেয়েছে শিক্ষার্থীরা। চ ইউনিটে সাধারণ জ্ঞান অংশে ৪০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হয়েছে। এর উত্তর দেওয়ার জন্য সময় থাকবে ৩০ মিনিট। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরে মেধাক্রম অনুযায়ী ১ হাজার ৫০০ জন ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ওই পরীক্ষার জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট।
পাঁচটি ইউনিটেই প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।