তবে কি অপু বিশ্বাসের পথেই হাঁটতে চলেছেন বুবলী?

‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে তা খুব শালীনভাবেই হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব সবাইকে, কেউ খারাপ কিছু ছড়াবেন না এবং আমি কয়েকটা দিন সময় চাইছি সবার কাছে। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো। আর এটি আমার জন্য খুবই সেনসিটিভ একটি বিষয়।’
তবে কি অপু বিশ্বাসের পথে হাঁটতে চলেছেন বুবলী? বুবলীর সাম্প্রতিক বক্তব্য ও কাজকর্ম দেখে এমনটাই প্রশ্ন এখন চলচ্চিত্রপাড়ায়। গেলো মঙ্গলবার রাতে বুবলী গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হন। তিনি কয়েকটা দিন সময় চেয়েছেন সবকিছু ক্লিয়ার করবার জন্য। তার সঙ্গে থাকা অভিনেত্রী মনিরা মিঠুও বুবলীকে মানসিক সাপোর্ট দেওয়ার অনুরোধ জানান সবাইকে।
মা হওয়া প্রসঙ্গে বুবলী কার্যতই ব্যাপারটা স্বীকার করে বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই।’ সবার এখন একটাই প্রশ্ন তবে কি বুবলীও অপুর পথেই হাঁটছেন? এখন শুধুই অপেক্ষা কবে বুবলী নিজেই সব কিছু ক্লিয়ার করবেন।
আরও পড়ুন# মা হতে চলেছেন বুবলী? শাকিবপুত্রের জন্মদিনে দিলেন সেই ইঙ্গিত!
২০১৭ সালের এপ্রিল মাসে শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন যা ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন দিয়ে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেন বুবলী। এর পরই দীর্ঘদিন লুকিয়ে রাখা শাকিব খান ও অপুর বিবাহ ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন অপু নিজেই।
এরপর শাকিব-অপুর সত্যিকার অর্থে ঘর বাঁধার আগেই সেটি ভেঙে ফেলেন শাকিব। ২০১৮ সালের মার্চে ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর পার হয়ে গিয়েছে অনেকটা সময়। দুজনের পথ চলে গিয়েছে দুইদিকে। দুজনই নতুন করে জীবন শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার শাকিব খান তার ছেলে জয়ের জন্মদিনে আবেগমিশ্রিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর বুবলীও নিজের পুরনো বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। যা ঝড় তুলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দিয়ে এক প্রকার শাকিবকে বার্তাই দিতে চেয়েছেন যেন তিনি। শাকিবের আরে্ক সন্তানের মা বুবলী একথাই যেনো প্রায় স্বীকার করেন অভিনেত্রী।
বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই।’ এরপর তিনি কয়েকদিন সময় চেয়ে বলেন ‘কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব।’ বুবলীর এমন সব মন্তব্য সবাইকে অপু বিশ্বাসের ঘটনাই মনে করিয়ে দিচ্ছেন। অর্থাৎ বুবলীও অপুর পথেই হাঁটতে যাচ্ছেন বলে এখন জোর গুঞ্জন সিনেপাড়ায়।