গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ডে যাওয়ার পর গত তিন দিন বিশ্রামে ছিল টাইগাররা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে অনুশীলন শুরু করেছেন সোহান-মিরাজরা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে চান তারা।
আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। ১২ তারিখ তৃতীয় ম্যাচে আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষে সিরিজের গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে টিম প্রস্তুত করা ও দলের কম্বিনেশন ঠিক করার এটাই শেষ সুযোগ। তাই এই সিরিজে বেশকিছু পরীক্ষানিরীক্ষা চালাতে পারে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজেও মেইকশিফট ওপেনার দিয়েই চালানোর পরিকল্পনা ম্যানেজমেন্টের। নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজ বাংলাদেশের জন্য তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুশীলনে নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করতে চায় টাইগাররা।
আরও পড়ুন: চুরি করা ডিজাইনে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি!
বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমকে দলের অবস্থা সম্পর্কে ব্রিফ করেন। সিডন্স বলেন, ‘আমরা দুবাই থেকে মাত্রই এসেছি। সেখানে আমিরাতের বিপক্ষে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। সেখানে দারুণ একটা প্রস্তুতি হয়েছে। আমরা এখানে বেশ তরুণ দল নিয়ে এসেছি। কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিয়ে নিয়েছে অথবা এই ট্যুরের দলে নেই। আমাদের তরুণ দলটা রোমাঞ্চকরও। এখানে আজ অনেক কিছুই শিখেছে। দেখা যাক শক্তিশালী দল দুটোর (পাকিস্তান-নিউজিল্যান্ড) বিপক্ষে কেমন করে।’
আমিরাত বা উপমহাদেশের চেয়ে কন্ডিশনের তুলনায় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এখানে ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে এসেছি। এখানে সুন্দর ঠান্ডা আবহাওয়া এখন, ঠিক আমাদের গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার মতোই। ওই কন্ডিশনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দেখুন উইকেটের দিকে, সত্যিই সুন্দর। হ্যাগলি ওভাল অনেকটাই অস্ট্রেলিয়ার মতোই। মৌসুমের শুরুর দিকে অস্ট্রেলিয়া অনেকটাই এমন।’
প্রথমবারের মতো সিনিয়র খেলোয়াড়দের ছাড়া নিউজিল্যান্ডে বাংলাদেশ দল। তবে দলে আছেন এক ঝাঁক তরুণ খেলোয়াড়। তাদের নিয়েই আশার আলো দেখছেন সিডন্স।
তিনি বলেন, ‘তারা সত্যিই চমৎকার। সাব্বির-মিরাজ যেভাবে ওপেনিং করে, সেটা তামিম-লিটনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের। লিটন এখনো আছে, তিন কিংবা চার নম্বরে খেলবে। দলে সিনিয়র কম থাকলেও তরুণরা অত্যন্ত প্রাণবন্ত। এখন দেখা যাক কী হয়।’
তাছাড়া বিশ্বকাপ প্রস্তুতির জন্য পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দল পেয়ে খুশি এই ব্যাটিং পরামর্শক। তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষ নিয়ে খুশি। এক দল গত আসরের ফাইনালিস্ট। পাকিস্তান তো টি-টোয়েন্টিতে চমৎকার ফর্মে আছে। দারুণ শক্তিশালী তারা।’