তারকা নয়, সাধারণ শিক্ষার্থীর ফিল নিতে চান দিঘী!

তারকা হিসেবে নয় বরং সাধারণ শিক্ষার্থী হিসেবে ফিল নিতে চান দিঘী। তরুণ প্রজন্মের পরিচিত নায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেন তিনি। রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে পাশ করেছেন দিঘী। এবার অভিনয়ের পাশাপাশি পড়াশোনার জন্য ভর্তি হলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। জানিয়েছেন, মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা করবেন তিনি।
আরও পড়ুন# রিয়াজ সিনেমার প্রতি ভালোবাসার জন্য নয়, প্রশিক্ষণে ব্যর্থ হয়ে চাকরি ছেড়েছিলেন!
এই বিষয়ে দিঘী কথা বলেছেন আরটিভি নিউজের সঙ্গে। তাকে প্রশ্ন করা হয়েছিল কী বিষয়ে এবং কেন পড়াশোনা করার ইচ্ছা আপনার?
এর জবাবে দিঘী বলেন, অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করেন তিনি। এটা আসলে অনেক আগে থেকেই। তাই তার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ তার জন্য সবচেয়ে ভালো হবে। তিনি মিডিয়া রিলেটেড কোনো সাব্জেক্টে পড়তে চেয়েছিলেন তাই এই রিলেটেড সবচেয়ে কাছাকাছি সাব্জেক্টে ভর্তি হয়েছেন দিঘী।
সবার কাছে তার জন্য প্রার্থনা করতেও বলেছেন দিঘী। তাছাড়া এই বিভাগে পড়াশোনা করলে ক্যামেরার সামনে পাশপাশি, ক্যামেরার পেছনের কাজগুলো নিয়েও ভালো জানাশোনা হবে বলে মনে করেন তিনি। এখন বাকিটা ভবিষ্যতের উদ্দেশ্যে ছেড়ে দিয়ে দিঘী বলেন, ‘এখন দেখা যাক বাকিটা কী হয়!’
দিঘী আরও বলেন, আমি যেখানেই যাই, সবাই তারকা হিসেবে আমার সাথে মিশতে চায়, কথা বলতে চায়। কিন্তু আমি একজন সাধারণ শিক্ষার্থীর মতোই ক্লাস করতে চাই, ফিল নিতে চাই।
উল্লেখ্য, গত বছরই প্রথম নায়িকা হিসেবে পদার্পণ করেন দীঘি। কয়েকদিন আগে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ শিরোনামে দিঘীর দুটি সিনেমা মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও তাকে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া সম্প্রতি একটি ওয়েব ফিল্মেও অভিনয় করেন তিনি। যা বেশ ভালো সাড়া পেয়েছে। সামনে আরও বেশ কিছু সিনেমার সঙ্গেও চুক্তিবদ্ধ আছেন তিনি।