জাতীয়সন্দেশ

তীব্র গরম ও তাপদাহ থাকবে আরও দুই দিন!

সারা দেশে তীব্র গরম ও তাপদাহ বিরাজ করছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় এই তাপদাহ আগামী কয়েকদিন পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার সারা দেশে গত ত্রিশ বছরের রেকর্ড পরিমান তপমাত্রা ছিল। গত ত্রিশ বছরে, ঢাকায় এই দিনে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বছরের একই দিনে অর্থাৎ বুধবারে ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারে দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় ৭৫ ভাগ। ফলে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী রবিবারে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, অন্যান্য দিনের থেকে সম্প্রতি সূর্যের কিরণকাল বেশি সময় ধরে থাকছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই একই থাকার কারণে বেশি গরম অনুভূত হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের তীব্রতা বাড়লে গরমের মাত্রা কমে আসবে।

আরও পড়ুন# ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।