ক্রিকেটখেলাধুলা

দলে জায়গা হারানোর শঙ্কায় কোহলিও?

অনুলিপি ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক রান মেশিন বিরাট কোহলি । যার নামটাই রথি মহারথীদের কাতারে তাকে নিয়েই কিনা চায়ের কাপে আড্ডা চলে দুঃসময়ের গ্যাড়াকলে পড়ায়। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে শেষ সেঞ্চুরিটা দেখা পেয়েছেন আজ থেকে আরো প্রায় ৩ বছর আগে।

তবে কি নিঃশেষ হয়ে গেলেন কোহলি? একের পর এক সুযোগ পেয়েও নিজেকে আর মেলে ধরতে পারেননি একদশক ক্রিকেট রাজত্ব করা কোহলি।

আগে ব্যাটিংয়ে নামলেই একাধিক রেকর্ড গড়তেন বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শতরান নেই তার। ৭৮ ইনিংসে তিন অঙ্কের সংখ্যা ছুঁতে পারেননি। সম্প্রতি বাজে ফর্মের কারণে ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি যদি বাদ পড়েন তাহলে তার ফর্মে ফেরা কঠিন হবে- বলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

আরও পড়ুন : অনন্য রেকর্ড মাইফলোকে সাকিব! 

অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেন, যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

আগামী ২৭ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হবে। অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ভারতের হয়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জয়ে নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুতি সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

রোববার ভারতীয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম স্টার স্পোর্টসের টুইটারে কোহলি বলেন, ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিততে সাহায্য করাই হলো আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে আমি দলের জন্য যেকোনো কাজ করতে তৈরি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।