খেলাধুলাফুটবল

এক লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন শিরোপাজয়ী চারজন!

ফাইনালে নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। এটি নারী দলের প্রথম এবং ২০০৩ সালের পর বাংলাদেশের প্রথম সাফ শিরোপা। মেয়েদের এই সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ।

নারীদের এই দলটিতে পাহাড়ি জেলা খাগড়াছড়ি থেকে খেলছেন তিনজন। তারা হলেন আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা। জনসাধারণের পাশাপাশি তাদের সাফল্যে দারুণ খুশি খাগড়াছড়ি জেলা প্রশাসনও। জেলা প্রশাসক ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন তাদের পুরস্কৃত করার।

আরও পড়ুন: সানজিদাদের জন্য সাজানো হচ্ছে ছাদখোলা বাস!

বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন, এছাড়াও তাদের সহকারী-কোচ তৃষ্ণা চাকমাকেও দেয়া হবে এক লাখ টাকা।

গতকাল (১৯ সেপ্টেম্বর) শিরোপা জয়ের পর জেলা পরিষদের ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-১ গোলে বাংলাদেশ। তাতে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।