দীর্ঘদিন পর আসতে চলেছে রিয়াজের নতুন সিনেমা!
দীর্ঘদিন পর আসতে চলেছে রিয়াজের নতুন সিনেমা। এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক রোম্যান্টিক হিরো হিসেবে সবার প্রিয় ছিলেন। নব্বইয়ের দশকে রিয়াজের সিনেমাগুলোর পাগল ছিলেন এদেশের সব তরুণ-তরুণীই। এখনো তার সিনেমার অনেক গান মানুষের মুখে মুখে ফিরে।
দীর্ঘদিন ধরে এই নায়ক সিনেমা থেকে দূরে আছেন। সর্বশেষ তিনি মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় অভিনয় করেছিলেন। হুমায়ূন আহমেদের উপন্যাসভিত্তিক এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। তাও প্রায় আজ থেকে সাড়ে ছয় বছর আগের কথা। এর মধ্যে আর নতুন কোনো সিনেমায় রিয়াজকে দেখা যায়নি।
আরও পড়ুন# নাচতে নাচতে মঞ্চেই মৃত্যু শিল্পীর: দর্শক না বুঝে দিলেন হাততালি
সম্প্রতি প্রায় সাড়ে ছয় বছর পর আবারও বড়ো পর্দায় দেখা যাবে রিয়াজকে। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। দীপংপর দীপন পরিচালিত এই সিনেমাটির পোস্টার গতকাল (৮ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে। সিনেমাটি প্রসঙ্গে রিয়াজ বলেছেন, ‘২০১৬ সালে সর্বশেষ হুমায়ূন আহমেদের গল্পে, মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটিতে কাজ করেছিলাম। এরপর আসছে ‘অপারেশন সুন্দরবন’। এখানে আমি যেই ইউনিফর্ম পরে কাজ করেছি তার সম্মান আমি রাখার চেষ্টা করেছি।’
এই সিনেমাটিতে রিয়াজ ছাড়াও নুসরাত ফারিয়া, রোশান, সিয়ামসহ আরও অনেকেই অভিনয় করেছেন।
আরও জানা গেছে ‘অপারেশন সুন্দরবন’ একটি রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটির পরতে পরতে রয়েছে রোমাঞ্চের আবহ। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে ভয়ানক অভিযানের গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক দীপংকর সেনগুপ্ত দীপন। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর সিনেমা এটি। র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে সিনেমাটির প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।