দুঃসময়ে কোহলির পাশে নেই আনুশকা!

কোহলির এমন দুঃসময়ে পাশে নেই তার স্ত্রী বলিউড সুন্দরী আনুশকা!
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির। ব্যাট হাতে প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে রান করলেও অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে একটি রানও করতে পারেননি তিনি। এদিকে এশিয়া কাপের সুপার ফোরে পরপর দুইটি ম্যাচে হেরে এক কথায় ফাইনালের দৌড় থেকেই সরে গেছে ভারত। অথচ এই দুঃসময়ে সাবেক এই অধিনায়কের পাশে নেই তার স্ত্রী আনুশকা শর্মা।
এই বলিউড অভিনেত্রী বর্তমানে ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং-এর জন্য অবস্থান করছেন লন্ডনে। লন্ডনে গিয়ে সম্প্রতি তার মা-বাবার সঙ্গে ‘ব্রেকফাস্ট ডেট’-এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভিরাট পত্নী।
আরও পড়ুন# ফের বিচারকের আসনে বাংলাদেশের জাহারা মিতু!
বিগত কয়েক বছর ধরেই আইপিএল হোক বা টিম ইন্ডিয়ার ট্যুর, কোহলির সফরসঙ্গী হিসাবে সবসময় সাথে গিয়েছেন আনুশকা শর্মা। তবে বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। আর এইবার আনুশকার সফরসঙ্গী হিসেবে রয়েছে তার মা-বাবা। নর্থ ইয়র্কশায়ার হ্যারোগেট থেকে বেশ অনেকগুলো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আনুশকা। সেখানে তার বাবা কর্নেল অজয় কুমার শর্মা ও মা অসীমা শর্মার সঙ্গে তাকে ব্রেকফাস্ট করতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে বাবা-মায়ের সঙ্গে সুন্দর সময় কাটাতে।
বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন নায়িকা। আর সেই সুন্দর সময়েরর ছবিই স্মৃতির পাতায় ধরে রাখতে এবং ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেই ছবির কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি দিয়ে আনুশকার ছবিগুলোতে মন্তব্যও করেছেন কোহলি। ভক্ত অনুরাগীরাও ভালোবাসা দিচ্ছেন তাদের। কিন্তু কমেন্ট বক্সে অনেক নেটিজেনেরই প্রশ্ন, ‘ভামিকা কোথায়?’