জাতীয়সন্দেশ

দুপুরে উঠল নতুন বাসায়, রাতেই কিশোরীকে গণধ’র্ষ’ণ!

নাটোরে এক কিশোরীকে সংঘবদ্ধ হয়ে ধ’র্ষণের অভিযোগ উঠেছে কতিপয় যুবকের বিরুদ্ধে। জানা যায়, ভুক্তভোগী মেয়েটি (১৬) তার প্রেমিকের (১৯) সাথে বিয়ে করার উদ্দেশ্যে পালিয়ে নাটোর শহরের একটি ভাড়া বাসায় ওঠেন। এ ঘটনা জানতে পারেন এলাকার কয়েকজন বখাটে যুবক।

রাতে স্থানীয় যুবকেরা ওই যুগলকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে ওই ভাড়া বাসায় ঢুকে পড়েন। একপর্যায়ে তরুণকে খুঁটির সাথে বেঁধে রেখে কিশোরীকে দলবদ্ধ হয়ে ধ’র্ষণ করে বখাটেরা পালিয়ে যান।

পরে ভুক্তভোগী কিশোরী ও ওই তরুণ বিষয়টি নাটোর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক তিন যুবক হলেন সোহান আলী (২৮), রকি হোসেন (২২) ও রনি আহম্মেদ (২৮)। তারা সবাই নাটোর জেলা সদরের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন# মানিকগঞ্জে গাঁজাসহ ১ যুবক আটক!

পুলিশ সূত্রে জানা গেছে, বাসা ভাড়া নেওয়া তরুণ ও কিশোরী দুজনই রাজশাহী শহরের বাসিন্দা। গতকাল দুপুরে তারা নাটোর শহরে এসে একটি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় ওই যুগল বাড়িওয়ালার স্ত্রীকে বলেন, তারা বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছেন। রাতেই তারা বিয়ে করবেন। তবে বিষয়টি এলাকার কয়েকজন যুবক জানতে পারলে রাত প্রায় পৌনে ১১টার দিকে তারা ওই বাড়িতে আসেন। প্রথমে তারা ওই তরুণ তরুণীকে জেরা শুরু করেন। পরে একপর্যায়ে ধ’র্ষণের ঘটনা ঘটে।

গতকাল রাত দুইটার দিকে পুলিশ সদর উপজেলার মদনহাট থেকে অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশের কয়েকটি দল এই আসামিদের ধরতে অভিযানে অংশ নেয়। আটক যুবকেরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরী ও তরুণের অভিভাবকেরা নাটোরে এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আটক তিন যুবকের মুঠোফোন থেকে কয়েকটি আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।