খবরবিনোদন জগৎ

দুর্গারূপে মিমিকে দেখে প্রেম নিবেদন ভক্তের!

দুর্গারূপে মিমিকে দেখে প্রেম নিবেদন করেছেন এক ভক্ত। দেখতে দেখতে চলে এসেছে শারদীয় দুর্গাপূজা। বছরের সবচেয়ে বড়ো এই ধর্মীয় উৎসবে নাচগান না হলে কি চলে! তাই পায়ে আলতা আর নূপুর দিয়ে, গায়ে নতুন শাড়ি জড়িয়ে ঠিক যেন দুর্গারূপেই আবির্ভাব হয়েছে মিমির। এমনই এক গানের ভিডিও প্রকাশ করেছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

তার সেই পূজার গানের ভিডিও নেট মাধ্যমে শেয়ার করতেই ভক্ত ও নেটিজেনরা সব ঝাপিয়ে পড়েছেন। অবশ্য ভিডিও নিয়ে ট্রোলও হচ্ছে। কারণ ভিডিওটিতে কোনো ছিল না কোনো সাউন্ড। এরপর অবশ্য মিমিও ট্রোলের জবাব দিয়েছেন ভালোভাবেই। তিনি লিখেছেন, ‘আপনারা সাউন্ড পাচ্ছেন না তো? পাবেন কী করে, কারণ পুরো গান আসতে অপেক্ষা আরও কয়েক দিনের।’ 

আরও পড়ুন# আজ সৃজিতের জন্মদিন, কীভাবে পালন করছেন মিথিলা?

পরে অন্য আরেকটি পোস্টে এ অভিনেত্রী জানান, ‘আগামী ২৪ সেপ্টেম্বর পুরো গানটি প্রকাশ করা হবে।’ সেই পোস্টের নিচেও ভক্তদের কমেন্টের বন্যা বয়ে যায়।

দুর্গারূপে মিমিকে দেখে কমেন্ট বক্সে এক ভক্ত মিমিকে দুর্গা নামে ডেকে প্রেম নিবেদন করেছেন, লিখেছেন, ‘তুমি কেমন আছো মা দুর্গা, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসতে চাই। জবাবে মিমি লিখেন, মা দুর্গাকে আমরা সবাই ভালোবাসি।’

শোনা যাচ্ছে, শীঘ্রই হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে পারেন মিমি চক্রবর্তী। তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যেতে পারে আলি ফজলকে। পাশাপাশি টলিগঞ্জের আরেক অভিনেতার নামেও গুঞ্জন শোনা যাচ্ছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।