ক্রিকেটখেলাধুলা

দুর্নীতির দায়ে পিসিবিতে নিষিদ্ধ আফ্রিদি!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে জায়গা পেয়ে গত মার্চে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ৩৫ বছর বয়সী আসিফ আফ্রিদি। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর অভিষেক হয়নি তার।

ছয় মাস পর আবারও খবরের শিরোনাম হয়েছেন আসিফ। তবে কোনো সুখবর নিয়ে নয়। এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন, দুর্নীতির দায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ হওয়ার কারণে।

ইএসপিএনক্রিকইনফো বুধবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে, দুর্নীতির দায়ে খাইবার পাখতুনখাওয়ারের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে নিষিদ্ধ করেছে পিসিবি। গত ১২ সেপ্টেম্বর থেকে তার সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে কোনো ধরনের ক্রিকেট সম্পর্কিত কোনো কার্যক্রমেই আর থাকতে পারবেন না আসিফ।

আরও পড়ুন: সাংবাদিকের ফোন কেড়ে নিতে চেয়েছিলেন রমিজ রাজা!

আসিফের বিরুদ্ধে ক্রিকেটের দুটি ধারা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে ২.৪ ধারায় নোটিশ পাঠিয়েছে বোর্ড। নোটিশের জবাব দিতে এ ক্রিকেটারকে ১৪ দিনের সময় বেধে দিয়েছে পিসিবি। তবে ঠিক কোন দুর্নীতির দায়ে অথবা কত দিনের সাজা তাকে দেয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে গত মার্চে দুই যুগ পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে প্রথমবার দলে ডাকা হয় আসিফকে। তবে চার ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি ৩৫ বছর বয়সী এ ক্রিকেটারের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।