
আজ ২৫ জুলাই (সোমবার) দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আজ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন শিক্ষার্থী। তারা তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।
আরও পড়ুন# রাবিতে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ওই শিক্ষার্থীর বাড়ি নরসিংদীতে বলে জানা গেছে। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, কে বা কারা তাকে ছুরি মেরেছে তা নিশ্চিত নয়। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টি নিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতের সহপাঠীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করার দাবি জানিয়েছেন। ক্যাম্পাসে দায়িত্বরত এক পুলিশ সদস্য জানিয়েছেন, আমাদের কাছে একজন শিক্ষার্থী নিহত হওয়ার সংবাদ এসেছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। অপরাধীকে বের করার চেষ্টা অব্যাহত আছে।