খেলাধুলাফুটবল

দেশবাসীকে শিরোপা উৎসর্গ করলেন সাবিনারা!

দেশে ফিরেই ঐতিহাসিক সাফ জয়ের ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করেছেন চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

সাবিনা বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।’

চ্যাম্পিয়ন অধিনায়ক আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সবার একান্ত প্রচেষ্টায় আজকের এই অর্জন।’

এর আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দুপুর দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশের অদম্য মেয়েরা।

আরও পড়ুন: সাবিনাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির!

বিমানবন্দরে তাদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।

সাফজয়ী এ ফুটবলারদের একনজর দেখতে নানা বাঁধা উপেক্ষা করে বিমানবন্দর এলাকায় সকাল থেকেই অপেক্ষা করছেন হাজার হাজার ফুটবলপ্রেমী। তাদের স্লোগানে মুখরিত পুরো বিমানবন্দর এলাকা।

এছাড়াও মানুষের ভীড় বাড়ছে বিমানবন্দর থেকে শুরু করে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাস্তার দুপাশেও। সবাই চরম আগ্রহে অপেক্ষা করছেন সাবিনাদের একনজর দেখতে এবং অভিবাদন জানাতে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।