খেলাধুলাফুটবল

দেড় লাখ টাকা করে পুরস্কার পেল রাঙামাটির দুই শিরোপাজয়ী খেলোয়াড়!

হিমালয়কণ্যা নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা ও গোলরক্ষক রুপনা চাকমা। দুজনের বাড়িই পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায়। এ দুই ফুটবলারকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দেড় লাখ করে মোট তিন লাখ টাকার চেক উপহার দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক।

মেয়েদের সাফ জয়ের পর পুরো দেশেই আনন্দের বন্যা বইছে। ব্যতিক্রম নয় রূপনা-ঋতুপর্ণার এলাকা নানিয়ারচর ও কাউখালীও। তারই ধারাবাহিকতায় এ দুই খেলোয়াড়ের বাড়ি পরিদর্শনে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। দুই পরিবারকে দেড় লাখ টাকা করে চেক দেয়ার পাশাপাশি তিনি তাদের জন্য নতুন ঘর ও এলাকায় পাকা ব্রিজ তৈরি করে দেয়ার আশ্বাস জানান।

আরও পড়ুন: এক লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন শিরোপাজয়ী চারজন!

জেলা প্রশাসক এ সময় বলেন, ‘রূপনা আজ পুরো জাতির গর্ব। আমরা তাকে নিয়ে গর্বিত। তার পরিবারের পাশে আমরা সবাই থাকব। রূপনার মায়ের সাথে দেখা হলো। তাকে সম্মান জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাদের পরিবারে জন্য যা করার আমরা ভবিষ্যতে সব কিছুই করব। ঋতুপর্ণা, রূপনা, মনিকা, আনাই ও আনুচিং- এরা সবাই রাঙামাটি ঘগাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে বড় হয়েছে। তাই আমরা এ ৫ জনকে সংবর্ধনা দিতে চাই।’

মেয়ের চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির কথা রূপনার মা কালাসোনা চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মেয়ে যে দেশ পেরিয়ে বিদেশে খেলতে গেছে, এতে আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি। মেয়ের খেলা আমি মোবাইলে দেখেছি। খেলা শেষে মেয়ে ভিডিও কলে আমাকে কাপ দেখিয়েছে। গর্বে আমার বুক ভরে যাচ্ছে।’

ঋতুপর্ণার মা বসুবতি চাকমা বলেন, ‘আমরা রাতে শুনেছি বাংলাদেশ জিতেছে। শুনে খুব খুশি হয়েছি। আমার মেয়ে দেশের জন্য ভালো খেলেছে তাতে আমিসহ গ্রামবাসী আনন্দিত।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।