‘ধন্যবাদ’ না জানানোয় কু’পিয়ে হ’ত্যা!

গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন অঙ্গরাজ্যের পার্ক স্লোপের ৪ নম্বর অ্যাভিনিউর একটি দোকানে ‘ধন্যবাদ’ জানানো নিয়ে ঝামেলা হয়। সেই ঝামেলা এক পর্যায়ে হাতাহাতি এবং শেষে ঠেকলো গিয়ে খু’নে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান— অভিযুক্ত ৩৭ বছরের ব্যক্তি ওই দোকানের বাইরে দাঁড়ালে ভেতরে থাকা অন্য এক ব্যক্তি দরজা দোকানের দরজা খুলে দেন। তবে, দরজা খোলার জন্য ওই ব্যক্তি অন্য ব্যক্তিকে ধন্যবাদ জানায় না। এতে বিরক্ত হয় দরজা খোলা ব্যক্তি এবং তিনি বলেন, ‘আপনি আমাকে ধন্যবাদ কেন বলেননি? আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল!’ এর উত্তরে ওই ৩৭ বছরের ব্যক্তি বলে, ‘আমি আপনাকে দরজা খুলতে বলিনি।’
আর এই নিয়েই শুরু হয় দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক। এক পর্যায়ে মুখের ঝগড়া হাতাহাতিতে চলে আসে। তারা মারামারি করতে করতে দোকানের বাইরে চলে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তি তার সাইকেলে থাকা একটি ছুরি বের করে অপর ব্যক্তির ঘাড়ে ও পেটে এলোপাথারি ভাবে চালাতে থাকে। এর পর ওই ব্যক্তি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃ’ত ঘোষণা করেন।
ইতোমধ্যে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।