ক্রিকেটখেলাধুলা

ধ’র্ষ’ণের অভিযোগ জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে!

সন্দ্বীপ লামিচানে, নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং তারকা লেগ স্পিনার। লামিচানেকে বলা হয় ছোটো দলের বড়ো তারকা। ক্রিকেটার হিসেবে নেপাল থেকে উঠে সাফল্য একেবারে ফেলে দেওয়ার মতো না কোনোভাবেই।

২০১৮ সালে জাতীয় দলে খেলা শুরু করেন লামিচানে। একই বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নাম লেখান তিনি। এখনো পর্যন্ত নেপালের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেছেন সন্দ্বীপ লামিচানে।

সংবাদ সংস্থা এএনআই এর তথ্যমতে, এই তারকা লেগ স্পিনারের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরী এনেছেন ধ’র্ষ’ণের অভিযোগ। নিজেকে এই তারকার ফ্যান দাবি করা ওই কিশোরী গুয়াশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে এই অভিযোগ করেন।

আরও পড়ুন: কোহলি-গাভাস্কার দ্বন্ধ প্রকাশ্যে!

গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) দেয়া পুলিশের বিবৃতিতে জানা যায়, গত ২১ আগস্ট এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তরুণী। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কাঠমান্ডু ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান ভারত বাহাদুর বোহোরা।

ধ’র্ষ’ণের অভিযোগকারী কিশোরী জানিয়েছেন, তিনি ২২ বছর বয়সী এই লেগস্পিন তারকার একজন ভক্ত। হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে তাদের দুজনের যোগাযোগ হতো। পরবর্তীতে লামিচানে নিজেই প্রথম তাকে দেখা করার প্রস্তাব দেন এমনটিই দাবি কিশোরীর।

স্পিনার হিসেবে বেশ দাপটের সঙ্গেই খেলছেন লামিচানে। আইপিএল ছাড়াও বিপিএল, বিগব্যাশ, সিপিএল, পিএসএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে লামিচানের। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।