খেলাধুলাফুটবল

নতুন চমক রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা!

চলতি মাসের শেষ দিকে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিকে সামনে রেখে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে

এই স্কোয়াডে জুভেন্টাস ডিফেন্ডার ব্রেমের ও রোমার ডিফেন্ডার ইবানেস প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। এবার হয়তো আন্তর্জাতিক ফুটবলে অভিষেকও হয়ে যেতে পারে এই দুই ডিফেন্ডারের। এদিকে দল থেকে বাদ পড়েছেন আর্সেনালের দুই খেলোয়াড় গাব্রিয়েল মার্টিনেল্লি ও গাব্রিয়েল জেসুস এবং দানি আলভেস।

তিতের স্কোয়াডে অনুমিতভাবেই আধিপত্য রয়েছে ইউরোপের লিগে খেলা ফুটবলারদেরই। সেখানে অভিজ্ঞদের মধ্যে প্রত্যাশিতভাবে আছেন অ্যালিসন, থিয়াগো সিলভা, ক্যাসেমিরো ও দলের সবচেয়ে বড় তারকা নেইমার।

আরও পড়ুন: ফুটবলার নেইমারের বাড়ি বাংলাদেশের জামালপুরে!

এদিকে ব্রাজিলিয়ান লিগ থেকে ডাক পেয়েছেন কেবল তিন খেলোয়াড়। এরা হলেন- পালমেইরাসের গোলরক্ষক ওয়েভারটন, ফ্লামেঙ্গোর দুই মিডফিল্ডার এভারটন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো।

আগামী ২৩ সেপ্টেম্বর ঘানার বিপক্ষে খেলার চার দিন পর তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্রান্সের মাটিতে।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্স তেলস, দানিলো, ব্রেমের, এডার মিলিতাও, ইবানেস, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এভারটন রিবেইরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: অ্যান্টোনিও, রবার্তো ফিরমিনো, ম্যাথিউস কুনইয়া, নেইমার, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো গোয়েজ, ভিনিসিয়াস জুনিয়র।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।