জাতীয়সন্দেশ

নতুন বাড়িতে যাওয়ার পথেই লা’শ হলেন কৃষক!

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে একটি বেপরোয়া গতির পিকআপের চাপায় নি’হত হয়েছেন এক কৃষক। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার পরপরই অবরোধ করে রাখে সড়ক।

জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ী টু লাকসাম সড়কের পাওয়ার হাউজের সম্মুখে হয়। নিহত বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) একজন কৃষক এবং তিনি একই উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, বসু মিয়া মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ পুরোনো বাড়ি হতে নতুন বাড়ি যাচ্ছিলেন। আর এই সময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় তাকে পেছন হতে আসা একটি পিকআপ চাপা দেয় এবং পিকআপটি সেখান হতে দ্রুত পালিয়ে যায়। আর ঘটনার জায়গাতেই মৃ’ত্যু ঘটে বাসু মিয়ার।

আরও পড়ুন: বিল পরিশোধে দেরি হওয়ায় চট্টগ্রামে ক্লিনিকে দুই নবজাতককে হ’ত্যা!

এই ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে তারা আইনগত ব্যবস্থা নেবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।