জাতীয়সন্দেশ

নবজাতক নিয়ে রক্তাক্ত শরীরে মাঠেই কান্না করছিলেন মা!

সময় তখন ভোর সাড়ে ৫টা। মোর্শেদুর রহমান ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। তখনই তার চোখে পড়ে সেই দৃশ্য। মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে মাঠের মধ্যে। রক্তাক্ত অবস্থায় মাঠেই কান্না করছে মা ও শিশু। তিনি তখন ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটি কক্সবাজার সদরের বাইপাস সড়কের নতুন জেলখানা এলাকার। বর্তমানে মা ও শিশু কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোর্শেদুর রহমান নামে একজন ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে দেখেন মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে। তখন মা ও শিশু কান্নাকাটি করেন। এ সময় তিনি জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় বাবাকে খু’ন!

ইন্সপেক্টর বলেন, মঙ্গলবার ভোরে মোর্শেদুর রহমান নামে একজন ৯৯৯-এ ফোন করে জানান, মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে। মা ও শিশুটি কান্নাকাটি করছে। তারা এখনো জীবিত আছে। তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মো. সায়েম উদ্দীনের কাছে অনুরোধ জানান। কনস্টেবল সায়েম তাৎক্ষণিক কক্সবাজার সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।

সংবাদ পেয়ে তৎক্ষণাৎ কক্সবাজার সদর থানার একটি দল মোর্শেদুর রহমানের সহায়তায় ঘটনাস্থল থেকে প্রসূতি মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মা এবং শিশু দুজনেই আশঙ্কা মুক্ত আছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।