নভেম্বরের আগে লোডশেডিং কমার কোনো আশা নেই!

লোডশেডিং এর আচমকা থাবায় পুরো দেশই যেন অস্থির। আবাসিক কিংবা বাণিজ্যিক কোন এলাকাই বাদ পড়ছে না এর আওতা থেকে। সবাই যখন চাইছেন আশু প্রতিকার তখন তখনই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই। লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড়ো হয়ে গেছে।’
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনও লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ আমরা গ্যাস আনতে পারিনি। সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ বিশ্ব পরিস্থিতি আবার অন্যরকম করে ফেলে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে।’
নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘অক্টোবর থেকে ভালো পরিস্থিতি হয়ে যাবে বলে আশা করেছিলাম। কিন্তু শিল্পে চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি।’
আরও পড়ুন : পণ্য পরিবহনে দুই রকম ওজন স্কেল গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী