
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে সবজিবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ মোট চার জন নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচাপায় নি’হ’তরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সবজি বিক্রেতা সিদ্দিক মিয়া (৫৫), একই উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজি যাত্রী মো. সিদ্দিক মিয়া (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে সিএনজি যাত্রী আবুল কালাম (৩৫)। অপর নি’হ’তের পরিচয় এখনও জানা যায়নি। তবে জানা গেছে তিনিও সিএনজির যাত্রী ছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মা ও দুই ছেলের লা’শ উদ্ধার!
ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। ওসি বলেন, ‘ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।’
দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা যায়।