
নাগরিকত্ব শনাক্ত করতে না পারায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর গ্রামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাই জেলার করমচুরা থানার রহিমপুর গ্রামে। নিহত ওই ব্যক্তির নাম তুষার খাঁ (৩৫)। তার মরদেহ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ৬০ বিজিবি ব্যাটালিয়ান সদস্যরা।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় তার ফুফুর বাড়ি।
কারা তুষারকে মেরে সীমান্তে ফেলে রেখে গেছে তা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউ বলতে পারেনি। ময়নাতদন্ত শেষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন# ঢাকায় ২৯ ছিনতাইকারী গ্রেফতার!
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় বৃহস্পতিবার ভোরে মসজিদ থেকে ভারতীয় এক মুসল্লি ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে সীমান্তে এক অজ্ঞাতপরিচয় যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তিনি মসজিদে ফিরে এসে ইমামকে জানান এবং ভারতে তার বাড়ি চলে যান। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের শশীদল বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্তর্জাতিক সীমানার ভারত অংশে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পরে থাকতে দেখেন। পরে বিজিবি বার্তা পাঠালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঘটনাস্থলে আসে। এ সময় বিজিবি ও বিএসএফের মধ্যে অজ্ঞাতপরিচয় যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে দফায় দফায় আলোচনা হয়। বিজিবি ও বিএসএফ দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই অজ্ঞাতপরিচয় যুবককে হাসপাতালে যথা সময়ে নিয়ে আসা সম্ভব হয়নি। এতে তার মৃ’ত্যু হয়।