নাচার জন্য যোগ্য নয় হৃতিক!

নাচার জন্য নাকি যোগ্য নন হৃতিক রোশন। বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেকের আগে জনপ্রিয় এই অভিনেতা হৃতিক রোশনের ব্যক্তিগত চিকিৎসক তাকে বলেছিলেন, নাচ এবং অ্যাকশনধর্মী সিনেমার জন্য নাকি হৃতিকের শরীর একদমই উপযুক্ত নয়। কিন্তু কঠোর পরিশ্রম দ্বারা সেই চ্যালেঞ্জকে জয় করে নিয়েছেন এই বলিউড সুপারস্টার।
এখন অব্ধি বলিউডের জনপ্রিয় অভিনেতার নামের তালিকা করা হলে সামনের দিকেই থাকবে হৃতিক রোশনের নাম। আর তার নামটি প্রথম কানে আসার সঙ্গে সঙ্গেই সবার চোখের সামনে ভেসে ওঠে তার অসাধারণ নাচ আর অ্যাকশনধর্মী মুভিগুলো। দর্শককে এই দৃশ্যগুলো উপহার দিতে অনেকটাই পরিশ্রম দিতে হয় তাকে।
গেল শনিবার ( ১৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে তার আগামী ছবি ‘বিক্রম বেদা’র নতুন গান ‘অ্যালকোহলিয়া’ মুক্তিকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানেই উপস্থিত ছিলেন এই বলিউড সুপারস্টার। উপস্থিত দর্শককে আনন্দ দিতে অনুষ্ঠানেই নাচতে শুরু করেন তিনি। আর তখনই আবেগঘন এক মুহূর্তে তার অতীতের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন হৃতিক।
আরও পড়ুন# আলিয়ার খোঁজ না পেলে বাথরুমেও যান না রণবীর!
অতীতের দুনিয়ায় হারিয়ে গিয়ে একেবারে ক্যারিয়ার জীবনের শুরুর দিকে যান তিনি। বলেন, তার স্পাইনাল স্টেনোসিস ও স্ট্যামারিং অর্থাৎ কথা বলার সমস্যার ব্যাপারে।
হৃতিক রোশন বলেন, ‘‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তির আগে আমার ব্যক্তিগত ডাক্তার আমাকে বলেছিলেন যে অ্যাকশন বা নাচ করার মতো আমার শরীর উপযুক্ত নয় সে সময় বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি।’
এরপরই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে নজর দিতে শুরু করেন হৃতিক। কঠোর পরিশ্রমে কেবল যে নাচ আর অ্যাকশন সিনেমার জন্য নিজেকে তিনি তৈরি করেছেন তা নয়, প্রমাণ করেছেন পরিশ্রম দ্বারা তিনি সকল বাধা জয় করতে সক্ষম।