জাতীয়সন্দেশ

নাটোরে ১০০ টাকার জন্য প্রাণ গেল যুবকের!

পাওনা ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে নাটোরের গুরুদাসপুরে সাইফুল ইসলাম জয় নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। নি’হ’তের স্বজনদের অভিযোগ, দোকানি মাসুদ পাওনা টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে কাঁচের গ্লাস দিয়ে সাইফুলকে আঘাত করেন। এতে গ্লাস ভেঙে কাচে হাত কেটে রক্ত’ক্ষরণে সাইফুলের মৃ’ত্যু হয়। চা দোকানি মাসুদ রানা এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় শনিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নি’হ’ত সাইফুল একই মহল্লায় মৃত আব্দুল জলিলের ছেলে।

আরও পড়ুন: মেট্রোরেলের আরও ১২ ইঞ্জিন-কোচ ঢাকায় আসছে নদীপথে!

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ‘মাসুদ রানার চায়ের দোকানে ১০০ টাকা বকেয়া ছিল সাইফুলের। শনিবার রাতে সেই টাকা চাওয়ায় মাসুদের সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুইজন হাতাহাতি হয়। পরে সাইফুল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাসে ঘুষি মারে। এতে গ্লাস ভেঙে তার ডান হাত কেটে রক্তক্ষরণ শুরু হলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরো বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।