জাতীয়সন্দেশ

নারায়নগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা!

নারায়নগঞ্জে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে করা এ মামলায় এজাহারনামীয় ৭১ এবং অজ্ঞাত আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার  (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার এসআই কামরুজ্জামান বাদি হয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হলো।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষে নিহত শাওন প্রধানের বড়ো ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপির অন্তত ৫০০০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন# বাংলাদেশি মেয়েকে বিয়ের পর পালালেন ইতালীয় যুবক!

অতিরিক্ত পুলিশ সুপার  (ক্রাইম) আমীর খসরু জানিয়েছেন, সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সংঘর্ষ চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সময় গুলিতে  শাওন আহমেদ প্রধান নামে এক যুবদল নেতা নিহত হন। এছাড়া পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলের আঘাতে বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।