
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
রবিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫৩ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন। ১০ চার ও এক ছক্কার মারে সাজানো ছিল তার ইনিংস। এছাড়া ওপেনার শামিমা সুলতানা ৪৮ রান করেন ৪০ বল থেকে। ৭ টি চারের মারে সাজানো ইনিংস খেললেও ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট শিকার করেন রিচার্ডসন, লিহ পল, ক্যালি ও দিলানি।
বাংলাদেশের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আইরিশরা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। সানজিদা আক্তারের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গ্যাবি লুইস। দলীয় ৫ রানে সালমা খাতুনের বলে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরেন ওরলা প্রেন্ডারগাস্ট।
আরও পড়ুন# অর্থাভাবে স্থগিত আফগানিস্তানের সিরিজ!
তৃতীয় উইকেট জুটিতে লরা দিলানি ও অ্যামি হান্টার ম্যাচ ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ৩২ বলে ৩৩ রান করে ফেরত যান হান্টার। ফলে তাদের ৪৫ রানের অনবদ্য জুটি ভেঙ্গে যায়।
ইনিংসের ১৩তম ওভারে দিলানিকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন সালমা। ৩০ বলে ২৮ রান করেন দিলানি। তবে তখনও দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আইরিশ ব্যাটার এইমার রিচার্ডসন। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি রান আউট হয়ে সাজঘরে ফিরলে বাংলাদেশের জয়ের রাস্তাটা আরও প্রশস্থ হয়। ২৬ বলে ৪০ রান করেন রিচার্ডসন।
শেষ পর্যন্ত সালমা, নাহিদাদের বোলিং তোপে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানে থামেন আইরিশরা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন সালমা খাতুন। দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার ও নাহিদা আক্তার।
পরের ম্যাচে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ দল।