
এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচটি ছিল রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর। তবে সেই নাটকীয় ম্যাচে পাকিস্তানকে জেতানোর সবচেয়ে বড়ো নায়ক যে নাসিম শাহ, তা নিয়ে নিশ্চয়ই কারও সন্দেহ থাকার কথা না।
শেষ ওভারের প্রথম দুই বলে টানা দুই ছক্কায় ম্যাচটি নিজেদের করে নেয় নাসিম। তারই মধ্য দিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ডও। এখন বিশ্বরেকর্ড করা সেই ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই তরুণ ক্রিকেট তারকা।
কেন ব্যাট নিলামে তুলছেন নাসিম?
পিসিবির ইউটিউবে শেয়ারকৃত এক ভিডিওতে এই প্রশ্নের জবাবাএ তিনি জানিয়েছেন, পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যের জন্যই ব্যাট নিলামে তোলার পরিকল্পনা করেছেন তিনি। ব্যাট বিক্রির অর্ধেক অর্থ তিনি দিয়ে দেবেন বন্যাদুর্গত লোকদের।
আরও পড়ুন: একই ম্যাচে দুই রেকর্ড পাকিস্তানের নাসিমের!
পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ভয়াবহ বন্যার এই সময়ে। চলমান এশিয়া কাপের পরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার কথা পাকিস্তান। সেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত পুরো টাকা দেশটির বন্যায় ক্ষতিগ্রস্তদের অনুদান দেবে বলে জানিয়েছে তারা।
বন্যার্তদের পাশে থাকার বার্তা দিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। ক্রিকেটের দিক থেকে আমরা গর্বিত জাতি। এবার আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে পিসিবি সবসময় এর সমর্থক ও সাধারণ মানুষের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেছে। সে ধারাবাহিকতায় ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির টিকিট থেকে আয়ের পুরোটাই বন্যার ফান্ডে দিয়ে দেয়া হবে।”
প্রসঙ্গত, পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে গণমাধ্যম। বন্যার কারণে মারা গেছে হাজারেরক বেশি মানুষ। আকস্মিক এ বন্যায় ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের লাখ লাখ মানুষ।