ক্রিকেটখেলাধুলা

না ফেরার দেশে আম্পায়ার আসাদ রউফ!

পাকিস্তানের সাবেক জনপ্রিয় আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পাকিস্তানের লাহোরে মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

ওয়ানডে ম্যাচ পরিচালনার মাধ্যমে ২০০০ সালে আসার রউফ তার আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। একই সংস্করণে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। আসাদ রউফ ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। ২০০৬ সালে জায়গা পান আইসিসির এলিট প্যানেলে। তার আগের বছর, ২০০৫ সালে ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন রউফ।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে পিসিবিতে নিষিদ্ধ আফ্রিদি!

পরে একসময় আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিনি আইসিসির প্যানেল থেকে বাদ পড়েন। এরপর জীবিকার তাগিদে শুরু করেন জুতা ও কাপড়ের ব্যবসা শুরু করেন সাবেক এই আম্পায়ার। নিজের আম্পারিং ক্যারিয়ারে ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আসাদ রউফ।

স্পট ফিক্সিংয়ের অভিযোগে বাদ না পড়লে তিনিও স্বদেশি আরেক আম্পায়ার আলিম দারের মতোই জনপ্রিয় থাকতেন বলে অনেকে মনে করেন। তার মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ নিজের টুইটারে লেখেন, ‘সাবেক আম্পায়ার আসাদ রউফের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ তাকে সর্বোচ্চ স্থান দান করুন।’

আম্পায়ারিংয়ে নাম লেখানোর আগে খেলোয়াড় হিসেবেও ক্যারিয়ার গড়েছিলেন আসাদ রউফ। তবে তিনি পাকিস্তানের জাতীয় দলের খেলার সুযোগ পাননি। পাকিস্তানের জাতীয় ব্যাংক ও রেলওয়েজের হয়ে আসাদ খেলেছিলেন ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে ২৮.৭৬ গড়ে রানের রেকর্ড ছিলো তার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।