
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ লিজেন্ডস দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের সাবেকরা।
প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ লিজেন্ডস। জবাবে ব্যাটিং করতে নেমে ৯ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়েই ম্যাচটি নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।
ভারতের ইন্দোরে বৃষ্টির কারণে দুদলের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৯৮ রান করে বাংলাদেশ। নাজিমউদ্দিন, মেহরাব হোসেন ও আফতাব আহমেদের উইকেট হারানোর পর শেষ পর্যন্ত মাঠে টিকে থাকেন অলক কাপালি ও ধীমান ঘোষ।
আরও পড়ুন: লতার ৫ উইকেটে আরব আমিরাতকে উড়িয়ে দিলো বাংলাদেশ!
৮৩ রানের অপরাজিত জুটি গড়েন এই দুজন। কাপালি ২১ বলে করেন ৩৭ রান। ঘোষের ব্যাট থেকে ৩২ বলে আসে ৪১ রান। নিউজিল্যান্ডের পক্ষে দুইটি উইকেট নেন কাইল মিলস। একটি উইকেট পান হামিশ বেনেট।
জবাব দিতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে তারা তোলে ৩৯ রান। এরপর ডেন ব্রাউনলি ও রস টেইলর মিলে জয় এনে দেন নিউজিল্যান্ডকে। জেমি হাউয়ের ২৬ রান, ব্রাউনলির ৩১ ও টেইলরের ৩০ রানে সহজেই লক্ষ্যমাত্রা ভেদ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন আবদুর রাজ্জাক ও কাপালি।