খবরবিনোদন জগৎ

নিজের ওজন নিয়ে ট্রলের বিরুদ্ধে যা বললেন দিঘী

নিজের ওজন নিয়ে প্রায়ই ট্রলের শিকার হন দিঘী। নানা সময়ই দীঘিকে শুনতে হয় নানা কথা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আজেবাজে মন্তব্য করেন দিঘীকে নিয়ে। আজকাল অভিনেত্রীর ওজন নিয়েও কথা বলছেন এক শ্রেণির মানুষ। বেশিরভাগ সময়ই বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখান না এই নায়িকা। কিন্তু এবার চুপ না থেকে এর জবাব দিলেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

গেল রবিবার (১১ সেপ্টেম্বর)  সন্ধ্যায় এই বিষয়ে কথা বললেন প্রার্থনা ফারদিন দিঘী। তাকে নিয়ে যে সব কটুকথা শুনতে হয় তার জবাবে তিনি বললেন, ‘সবাই আমার ওজন নিয়ে বেশি চিন্তা করছে, তারা যেন আসলেই ভুলে গেছে আমি একজন অভিনয়শিল্পী, আমি কোনো জিম প্রশিক্ষক নই। আমার কাজ অভিনয় করা।’

আরও পড়ুন# যৌ’ন’কর্মী নিপুণ, জানালেন পতিতালয়ে থাকার অভিজ্ঞতা!

ফেসবুকে দেওয়া দিঘীর এই পোস্টের সমর্থন দিয়েছেন আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি লোকের এসব বাজে কথাকে পাত্তা দিতে মানা করেছেন।

সম্প্রতি অভিনয়শিল্পী দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে অনার্সে ভর্তি হয়েছেন। তিনি স্ট্যামফোর্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে ৩.৭৫ পেয়ে পাশ করেছেন ।

অভিনেত্রী হিসেবে  ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামের দুটি ছবি মুক্তি পেয়েছে দীঘির। এছাড়াও ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। যা দর্শকদের অনেক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এর আগে শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন দিঘী। পেয়েছিলেন জাতীয় পুরষ্কারও।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।