অদ্ভুতুড়েআন্তর্জাতিক

নিজের মৃ’ত্যুসনদ হারিয়ে নিজেই দিলেন পত্রিকায় বিজ্ঞপ্তি!

মূল্যবান সনদ কিংবা গুরুত্বপূর্ণ জিনিশ খুঁজতে পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিতে প্রায়ই দেখা যায়। কিন্তু কেউ যদি নিজের হারিয়ে যাওয়া মৃ’ত্যুসনদ খুঁজে পেতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন তাহলে ব্যাপারটি কেমন হয়? এবার এমন ঘটনাই ঘটেছে ভারতের পূর্ব দিকের রাজ্য আসামে।জানা গেছে, আগস্ট মাসে আসামের স্থানীয় এক পত্রিকায় এ রকম একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। বিজ্ঞপ্তির ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে দেয়।

ভারতের পুলিশ কর্মকর্তা রূপিন শর্মা সেই বিজ্ঞপ্তির ছবি টুইটারে পোস্ট করেছেন। যেখানে একজন ব্যক্তি দাবি করেছেন, তিনি তার নিজের মৃ’ত্যুসনদ হারিয়ে ফেলেছেন। রূপিন তার পোস্টে হাস্যকরভাবে লিখেছেন, ‘এটি শুধুমাত্র ভারতেই ঘটে।’

আরও পড়ুন# বৃদ্ধার পেট হতে বের হলো ৫৫টি ব্যাটারি!

বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘আমি ০৭/০৯/২২ তারিখে সকাল ১০টার দিকে আসামের লুমডিং বাজারে আমার মৃত্যুসনদ হারিয়েছি। ‘ হারানো সনদের নিবন্ধন নম্বরও উল্লেখ করা ছিল সেখানে। বিজ্ঞপ্তিটি দিয়েছেন রঞ্জিত কুমার চক্রবর্তী নামের এক ব্যক্তি।

টুইটারে পোস্ট করার পর ইন্টারনেটে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা বেশ অবাক হয়ে নানা রকম মন্তব্য করছেন।

একজন লিখেছেন, ‘সনদটি পাওয়া গেলে কোথায় পৌঁছে দিতে হবে, স্বর্গ নাকি নরকে?’

আরেকজন লিখেছেন, ‘কেউ তার নিজের মৃ’ত্যুসনদ হারিয়েঙ্খুঁজছেন। যদি কেউ খুঁজে পান, তাহলে দয়া করে ফিরিয়ে দিন। এটি খুব জরুরী। নাহলে ভূত রেগে যেতে পারে।’

সূত্র : এনডিটিভি

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।