নীলফামারীতে এক যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার!

নীলফামারীতে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার করেছে পুলিশ। আত্মহ’ত্যাকারী ওই যুবকের নাম রুহুল আমিন মুন্না (২২)। জেলার ডোমার উপজেলায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সবুজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লা’শ উদ্ধার করা হয়। নি’হত রুহুল আমিন মুন্না সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
আরও পড়ুন# প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহশিক্ষক ধ’র্ষ’ণ করে হ’ত্যা করল অদিতিকে!
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলা মুন্না বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরিবারের লোকজন অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মুন্নার দেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মুন্না আত্মহ’ত্যা করেছেন বলেই স্বজনদের ধারণা। তবে কী কারণে তিনি আত্মহ’ত্যা করেছেন, এ বিষয়ে তারা কিছু জানেন না
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ উন জানান, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন তিনি।